পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
ছবি-যুগের চিন্তা
খুলনার পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে কর্মশালায় সভাপতিত্ব এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীমের সঞ্চালনায় এসময়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান,ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব,সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,এইচএম সফিউল ইসলামসহ উপজেলার অনন্য সরকারী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



