ফরিদপুরে সীমানা পুনর্বিন্যাস নিয়ে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম
ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত ঘিরে দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে ফরিদপুর। স্থানীয়রা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
অবরোধকারীরা জানান, ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা এক পরিবারের মতোই ঐক্যবদ্ধ। কিন্তু সম্প্রতি গেজেটে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে তারা মানছেন না। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে দুই ইউনিয়নকে ভাঙ্গার সঙ্গেই রাখার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন স্থানীয়রা।
সকাল ৮টা থেকে হামিরদী বাসস্ট্যান্ড, সুয়াদী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয়। এতে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়ি ছাড়া সব যানবাহন আটকা পড়ে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করেই এলাকাবাসী এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
এর আগে গত শুক্রবারও প্রায় সাত ঘণ্টা অবরোধের মাধ্যমে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন স্থানীয়রা। পরে তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছিলেন তারা।



