ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল সব লুটেপুটে খাওয়া: জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গত আওয়ামী লীগ সরকারের সময় তাদের ফ্যাসিবাদের আসল চেহারা দেখা গেছে। মুক্তিযুদ্ধের চেতনা, মানুষকে বিভাজিত করা, গুম-খুন, জবরদস্তি করে তারা রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছিল। এসব কিছুর উদ্দেশ্য ছিল, ক্ষমতা ব্যবহার করে লুটেপুটে খাওয়া আর বিদেশে পাচার করা। ২৪৩ বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে। ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল, লুটেপুটে খাওয়া। সেই লুটেপুটে খাওয়ার নীতির ফলে অনেক কলকারখানা বন্ধ হয়েছে, মানুষ সর্বস্বান্ত হয়েছে, জমি হারিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।।
জোনায়েদ সাকি বলেন, ‘ঠিক করোনার আগে চিনিকল ও পাটকলগুলো বন্ধ করা হয়েছিল; যাতে সে সময় শ্রমিকরা আন্দোলন করতে না পারে। আমরা করোনার মধ্যে সেগুলোর কারণে প্রতিবাদ করেছি। চিনিকল ও পাটকলগুলো বন্ধের পেছনে বিগত সরকার লোকসানকে কারণ হিসেবে উল্লেখ করে। অথচ এই প্রতিষ্ঠানগুলো এক সময় লাভজনক ছিল। কিন্তু আজ কেন লোকসান হচ্ছে? কারণ হিসেবে আমরা যেটা পাই এর মধ্যে একটি হলো চরম দুর্নীতি।’
তিনি আরও বলেন, ‘এই দেশে যারা আমলাতন্ত্রে রয়েছে, যেভাবে এগুলো পরিচালিত হয় সেখানে দুর্নীতি বাসা বাঁধছে। রাষ্ট্রীয় কলকারখানাগুলো যেন লাভজনক না হয়, সেটা তারা করে। নইলে তাদের ব্যক্তিগত ব্যবসা প্রসার ঘটবে না। ফলে নীতিগুলো এমনভাবে নেওয়া হয়, যাতে কলকারখানাগুলো কুঁড়ে কুঁড়ে খেয়ে ফেলা যায়। এক সময় এটাকে লোকসানের খাতে পরিণত করা যায়। বিচার সংস্কার ও নির্বাচন এখন দেশের প্রধান স্বার্থ। ষড়যন্ত্র হচ্ছে—নির্বাচন বানচালের চেষ্টা চলছে। কোন ষড়যন্ত্রই সহ্য করা হবে না, তাদের শক্ত হাতে দমন করতে হবে।’
সংগঠক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় ও জহিরুল হক রেনু মেম্বারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার মূখ্য মন্বয়ক শামীম শিবলী, পারুল বেগম, স্বপন শিকদার।



