Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে বহিষ্কৃত যুবদল নেতাকে বিএনপিতে পদ দেয়ার ৬ মাস পর অব্যাহতি

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

নরসিংদীতে বহিষ্কৃত যুবদল নেতাকে বিএনপিতে পদ দেয়ার ৬ মাস পর অব্যাহতি

নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কারের দীর্ঘ ৬ মাস ১১ দিন পর জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। 

রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তা জানানো হয়। 

ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনাঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে দেওয়া উক্ত পত্রটিতে উল্লেখ করা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোপূর্বে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল আপনাকে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে। পরবর্তীতে আপনাকে নরসিংদী জেলা বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়, যা গঠনতন্ত্রের পরিপন্থী হিসেবে কেন্দ্র গণ্য করেছে। তাই কেন্দ্রের নির্দেশে আপনাকে নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।”

সে পত্রে উল্লেখ করেন যে “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।” 

নিজ বাসায় কুবি শিক্ষার্থীকে হত্যার অভিযোগনিজ বাসায় কুবি শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

তবে বিভিন্ন অপকর্মের কারণে বহিষ্কৃত নেতা মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে গত ৫ জুন নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটিতে ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক করা হয়। কমিটিতে তার নাম রাখার পরই জেলাজুড়ে শুরু হয় নানা গুঞ্জন। সম্প্রতি শহীদ চৌধুরী নামে এক ব্যক্তির রেলওয়ের বরাদ্দকৃত দোকান দখল করেও খবরের শিরোনাম হয় সুমন। এমনকি সুমনের ভয়ে শহীদ চৌধুরী বর্তমানে এলাকা ছাড়া । এরই প্রেক্ষিতে রবিবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে তাকে জেলা বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এব্যাপারে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন