জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
ছবি : সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে, ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন জানান, ট্রেনটির পাওয়ার কারের একটি বগি প্রায় দুই কিলোমিটার দূরে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনটি পাঁচটি বগি নিয়ে জয়পুরহাট স্টেশনে অবস্থান করছে।
আক্কেলপুর স্টেশন সূত্রে জানা গেছে, সান্তাহার জংশন থেকে ছেড়ে আসার পর হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি ভদ্রকালী এলাকায় থামানো হয়।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। লাইনচ্যুত বগি অপসারণ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এই দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।



