Logo
Logo
×

সারাদেশ

কাদের সিদ্দিকীর প্রশ্ন

দেশের একমাত্র বীর উত্তমের বাড়ি নিরাপদ না হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

দেশের একমাত্র বীর উত্তমের বাড়ি নিরাপদ না হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়

ছবি : সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, জয় বাংলা থাকবে কি না—এটা দেশের মানুষই নির্ধারণ করবে। কিন্তু শনিবার রাতে আমার বাড়িতে হামলা দেশের জন্য অশনি সংকেত।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে শনিবার রাতে তার বাসায় হামলার ঘটনা ঘটে।

কাদের সিদ্দিকী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ সুযোগ দিচ্ছে কি না বলতে পারব না। তবে আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়ি যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের ঘরবাড়ি কীভাবে নিরাপদ থাকবে?

তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না, এ অভিযোগ ভিত্তিহীন। প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু ও বাংলাদেশের জনগণকে আমি ভালোবাসি ও সম্মান করি।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী চোরাগোপ্তা হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে আমি নিজেই বাসা ভাঙার দাবি করছি। তবে এ ঘটনায় মামলা করা হবে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, হাসিনা সরকার যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, তাহলে এখনকার পরিস্থিতিকে কীভাবে সংজ্ঞায়িত করব বুঝতে পারছি না। দেশের একমাত্র বেসামরিক বীর উত্তমের বাড়ি যখন নিরাপদ নয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তার চিত্র সহজেই বোঝা যায়।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, অন্যায়-অবিচার সহ্য করলে ভবিষ্যৎ প্রজন্মের জীবন, সম্পদ ও সম্মান সবকিছুই হুমকির মুখে পড়বে। তাই সবাইকে জাগ্রত হতে হবে।

এদিন বিকেলে তিনি বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন বলে জানান, যদিও সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে।

সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন