ছবি - যুগের চিন্তা
কুড়িগ্রামে আহলে সুন্নাহ আয়োজনে ঈদে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। ৬ এপ্রিল (শনিবার) সকাল ১১ টায় কুড়িগ্রাম সদর উপজেলার হাসপাতাল পাড়া থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে একটি আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-খোশ বাজার জামে মসজিদের খলিফা মাওলানা মো. রেজাউল ইসলাম নেছারি, (পীর সাহেব, লালমনিরহাট)।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন-মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, (পীর সাহেব হাতিয়া, উলিপুর)
সভাপতিত্ব করেন-আলহাজ্ব মো. কামরুল হুদা ও আলহাজ্ব আহসান শামীম যুন্নুরাইন এবং আহলে সুন্নত ওয়াল জামায়াতের কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. বেলাল হোসেন।



