Logo
Logo
×

সারাদেশ

গনি চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

গনি চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত

গনি চৌধুরী সেলিমের নামাজে জানাজায় মানুষের ঢল

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গনি চৌধুরীর (সেলিম) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে জানাজায় ইমামতি করেন মাওলানা বশিরুল আলম মাইজভাণ্ডারী।

জানাজায় অংশ নেন সাংবাদিক কাদের গনি চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা ওমর ফারুক, আওলাদে গাউছুল আজম শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজভাণ্ডারী, শাহ সুফি ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরে ফটিকছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন।

মোহাম্মদ গনি চৌধুরী সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ গনি চৌধুরী সেলিম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন