Logo
Logo
×

সারাদেশ

আমতলীতে সংঘর্ষে পাঁচ নারীসহ আহত ১০

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

আমতলীতে সংঘর্ষে পাঁচ নারীসহ আহত ১০

ছবি-সংগৃহীত

বিরোধীয় ৫০ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ নারীসহ ১০ জনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে।

জানাগেছে, আমতলী উপজেলার ঘোপখালী গ্রামের মাসুম বিল্লাহ আকন ও জামাল হাওলাদারের মধ্যে ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমি শুক্রবার সকালে জামাল হাওলাদার চাষাবাদ করতে যায়। এতে মাসুম বিল্লাহ বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের পাঁচ নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মেনহাজ উদ্দিন ভুইয়া গুরুতর আহত রোজিনা (৩৫), আলেয়া (৬৫), নুরুননাহার (৩০), মারিয়া (২২), জেসমিন (৩৫), রেজাউল হাওলাদারকে (১৯) বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। অপর আহত মাসুম বিল্লাহ আকন ও আবু নাইমকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।

মাসুম বিল্লাহ আকন বলেন, গত ৫০ বছর ধরে ৫০ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছি। জামাল হাওলাদার ও তার লোকজন এসে ওই জমিতে ধান রোপন করছে। আমি এতে বাঁধা দেয়ায় আমার স্ত্রী, মা, চাচি ও ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তিনি আরো বলেন, রোগী নিয়ে হাসপাতালে আসার পথে জামাল হাওলাদার ও তার লোকজন দ্বিতীয়বার আমাদের মারধর করেছে। আমি এ ঘটনার বিচার দাবী করছি।

জামাল হাওলাদার বলেন, গত বছর ৫০ শতাংশ জমি ক্রয় করেছিওই জমি চাষাবাদ করতে যাইএতে মাসুম বিল্লাহ আকনতার লোকজন আমাদের তিনজনকে কুপিয়েপিটিয়ে জখম করেছে

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মিনহাজ উদ্দিন ভুইয়া বলেন, গুরুতর আহত পাঁচ নারীসহ ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, গুরুতর আহত নারীদের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন