Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষে চলে। এতে উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে সরাইল হাসপাতাল মোড় এলাকায় সমবেত হতে থাকে। এ সময় উচালিয়া পাড়া গ্রামের মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের সঙ্গে সৈয়দটুলা গ্রামের মুজাহিদের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ সময় মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে। এ নিয়ে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রামের বিভিন্ন পয়েন্টে ধাওয়া পালটা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত ৪০ জন আহত হন। আহতদের বিভিন্ন সরকারি ও বেসরকারি  হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন