Logo
Logo
×

সারাদেশ

জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে ছিল : পলাশ

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে ছিল : পলাশ

বাংলাদেশ কৃষকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারাণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি কৃ‌ষি‌বিদ মে‌হেদী হাসান পলাশ বলেছেন, ‘জাতির ক্রান্তিলগ্নে এসে বিএনপি বারবার পাশে এসে দাঁড়িয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিছিল, স্লোগান, ঢোল বাদ্য, নৃত্য- সবই ছিল, নেতাকর্মীদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুসা।

পলাশ আরও বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারে দিন কাটিয়েছিলেনতবুও অন্যায়ের সাথে তিনি আপস করেননি। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরশাসক ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটেছে। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন