Logo
Logo
×

সারাদেশ

গাংনীতে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা

Icon

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

গাংনীতে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা

পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ। গাংনী উপজেলার তেরাইল মাঠ থেকে তোলা। ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় টানা বৃষ্টিতে বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ধান, মাসকলাই, মরিচসহ বিভিন্ন ধরনের সবজি নষ্ট হয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অনেক জমি এখনো পানিতে ডুবে থাকায় সেখানে নতুন করে আবাদ করাও সম্ভব হবে না।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার তেরাইল, চককল্যাণপুর, পলাশী, হিন্দা ও বামন্দী এলাকার বিস্তীর্ণ মাঠ পানিতে ডুবে গেছে। ধান, মাসকলাই, মরিচ ও বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলছেন, ক্ষতির পরিমাণ এত বেশি যে কল্পনাও করা যাচ্ছে না।

তেরাইল গ্রামের চাষি আব্দুল খালেক বলেন, ধান আর মাসকলাই পুরো ডুবে গেছে, সব নষ্ট হয়ে যাবে। মরিচচাষিরাও ক্ষতির মুখে পড়েছেন।

বামন্দীর ধানচাষি শরিফুল ইসলাম জানান, আমার ধান পানিতে তলিয়ে গেছে। এবারের আবাদ পুরোপুরি শেষ হয়ে গেল।

মরিচচাষি লিভলু হোসেন বলেন, আমার তিন বিঘা মরিচের আবাদ নষ্ট হয়ে গেছে। আশা করা লাভ আর হবে না।

চককল্যাণপুরের কৃষক জিনারল ইসলাম জানান, তাদের এলাকার বিলজুড়ে ধানের আবাদ হয়েছিল, কিন্তু এবার পানি ওঠায় সব নষ্ট হয়ে গেছে। কৃষকেরা সিদ্ধান্ত নিয়েছেন ওই বিলে এবার ধানের বদলে মাছ চাষ করবেন।

গাংনী উপজেলা কৃষি অফিস জানায়, টানা বৃষ্টিতে ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কতটুকু ক্ষতি হয়েছে তা নিরূপণে জরিপ চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে জরিপ কার্যক্রম চলছে। কয়েকদিনের মধ্যেই মোট হিসাব জানা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন