Logo
Logo
×

সারাদেশ

চোর সন্দেহে যুবককে আদালতে পাঠালো পুলিশ

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

চোর সন্দেহে যুবককে আদালতে পাঠালো পুলিশ

ইয়াবাসহ ওমর ফারুক বিজয় (১৯) এক যুবককে পুলিশের কাছে সোপর্দের পর সন্দেহভাজন চোর হিসাবে ১৫১ ধারায় চালান দিয়েছে কক্সবাজারের উখিয়া থানা পুলিশ। তার মধ্যে ওই যুবক আদালত থেকে জমিনে মুক্ত হয়ে স্থানীয় লোকজনকে হুমকি দিচ্ছেন।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার রুহুল আমিনের ছেলে ওমর ফারুক বিজয় (১৯) কে ইয়াবা সহ আটক করে ছিল স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক একজন খুচরা ইয়াবা ব্যবসায়ী। গত ২৯ আগস্ট রাতে স্থানীয় জনতা কিছু সংখ্যাক ইয়াবাসহ উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেন। পুলিশ তাকে থানায় নিয়ে যান। পরদিন ৩০ আগস্ট তাকে চোর সন্দেহে ১৫১ ধারায় চালান দেয়া হয়। যার কারনে ওই যুবক আদালত থেকেই জামিন নিয়ে বাড়ি ফিরে।

আতিকুর রহমান বলেন, ‘জনতা কর্তৃক সোপর্দ করার পর সহজেই জামিন পাওয়ার কারনে এলাকার লোকজনকে নানাভাবে হুমকি দিচ্ছে। তার ভাষ্যমতে, ইয়াবাসহ পুলিশের নিকট হস্তান্তর করা যুবক, যখন সহজেই এলাকায় ঘুরতে দেখে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ তৈরি হয়েছে।’

ইউপি সদস্য এম. মনজুর আলম বলেন, ‘ওমর ফারুক বিজয় একজন চিহ্নিত খুচরা ইয়াবা ব্যবসায়ী। পুলিশ তাকে চোর সন্দেহে চালান দেয়ার বিষয়টি খুবই দুঃখজনক।’

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতে প্রেরণকারী কর্মকর্তা উখিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) চম্পক বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় কাউকে নিয়ে আসার পর, সব দায়িত্ব ওসির। আপনি ওসি স্যারের সাথে কথা বলেন।'

আসামি চালানে অগ্রগতিকারী হিসেবে স্বাক্ষর রয়েছে ওসির। বুধবার দুপুরে উখিয়া থানার ওসি মো.জিয়াউল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

যুবক ওমর ফারুক বিজয়ের মোটোফোনে কয়েকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন