Logo
Logo
×

সারাদেশ

বাঁকখালী নদীর তীর উচ্ছেদের তৃতীয় দিন : জনতা ও অভিযান দল মুখোমুখি

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

বাঁকখালী নদীর তীর উচ্ছেদের তৃতীয় দিন : জনতা ও অভিযান দল মুখোমুখি

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন বুধবার জনতার বাঁধার মুখে শুরু করা সম্ভব হয়নি।

বুধবার সকালে কস্তুরাঘাটের পূর্ব পাশের পেশকার পাড়ার অংশে উচ্ছেদ শুরু করতে গেলে সেখানে বসবাসরত জনতা সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা তৈরি করে। অভিযান দল পেছনে এসে নদীর অংশ থেকে অভিযান শুরু করার চেষ্টা করলেও সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

শত-শত জনতা উভয় পাশে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রেখেছে। তারা বলছেন, এসব জায়গার বৈধ কাগজ ও খতিয়ান রয়েছে। তারা প্রাণ দিবেন তবে উচ্ছেদ অভিযান করতে দেবেন না। ফলে বেলা ৩ টা পর্যন্ত অভিযান শুরু করতে পারেননি।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও সেনা বাহিনীর সদস্যের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিষ্টেট জনতাকে সরে যাওয়ার জন্য বার বার আহবান জানালেও তাদের সরানো যাচ্ছে না।

ফলে উচ্ছেদ অভিযান কি হচ্ছে তাও নিশ্চিত করে সংশ্লিষ্টদের কেউ বক্তব্য দিচ্ছেন না।

কক্সবাজার শহরের প্রাণ কেন্দ্র কস্তুরাঘাটস্থ সোমবার শুরু হয় বাঁকখালী নদীর তীরে অবৈধভাবে দখল করে তৈরি স্থাপনা উচ্ছেদের অভিযান। দুই দিনে অন্তত যেখানে ৭০ একর জমি উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় দিন অভিযানের শুরুতে অবৈধ দখলদারদের ছোঁড়া ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছে। এসময়  ৪ জনকে আটক করেছে পুলিশ।

এব্যাপারে পুলিশ বাদি হয়ে সরকারি কাজে বাঁধা প্রদান ও পুলিশের উপ হামলার আইনে মামলা করে ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে উৎপত্তি হয়ে ৮১ কিলোমিটারের বাঁকখালী নদীটি রামুকক্সবাজার সদর হয়ে শহরের কস্তুরাঘাট-নুনিয়াছটা দিয়ে বঙ্গোপসাগরে মিশেছেনুনিয়ারছড়া থেকে মাঝিরঘাট পর্যন্ত ছয় কিলোমিটারে সবচেয়ে বেশি দখলের ঘটনা ঘটেছেগত ১০ থেকে ১২ বছরে এই ছয় কিলোমিটারেহাজারের বেশি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়স্থানীয় ভূমি অফিস এবং বিআইডব্লিউটিএ যৌথভাবে বাঁকখালী নদীর অবৈধ দখলদারদের পৃথক তালিকা তৈরি করেছেসহস্রাধিক অবৈধ দখলদার থাকলেও দুই তালিকায় স্থান পেয়েছে প্রায় সাড়ে ৩০০ জন প্রভাবশালী।

বিআইডব্লিউটিএ-এর সূত্র মতে, ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার বিআইডব্লিউটিএকে বাঁকখালী নদীবন্দরের সংরক্ষক নিযুক্ত করে। প্রজ্ঞাপনে নদী তীরের ৭২১ একর জমি বিআইডব্লিউটিএকে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা ছিল। জমি বুঝিয়ে দিতে বারবার জেলা প্রশাসনকে জানানো হলেও তারা তা দেয়নি। ফলে নদীবন্দর প্রতিষ্ঠা না হওয়ায় দখল অব্যাহত ছিল।

যার সূত্র ধরে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ যৌথ অভিযান চালিয়ে ৬ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। তখন দখলমুক্ত করা হয় বাঁকখালী নদীর ৩০০ একরের বেশি প্যারাবনের জমি। কিন্তু পরে তা আবারও দখল হয়ে যায়। উচ্ছেদ করা প্যারাভূমিতে ফের নির্মিত হয়েছে দুই শতাধিক ঘরবাড়ি, দোকানপাটসহ নানা স্থাপনা।

এর মধ্যে বাঁকখালী নদীর সীমানায় থাকা সব দখলদারের তালিকা তৈরি করে আগামী চার মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে গত ২৪ আগস্ট সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মামলার রায়ে বলা হয়, কক্সবাজারে বাঁকখালী নদীর বর্তমান প্রবাহ এবং আরএস জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণপূর্বক নদীটিকে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া নদীর সীমানায় থাকা সব দখলদারের তালিকা তৈরি করে আগামী চার মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

যার সূত্র ধরে শনিবার কক্সবাজার সফরে আসেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। তিনি কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে 'হাইকোর্টের আদেশ মোতাবেক বাঁকখালী নদী দুষণ ও দখলমুক্তকরণের লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা'য় প্রধান অতিথি ছিলেন। সভা শেষে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে।

এসময় তিনি কক্সবাজারের বাঁকখালী নদীর দখলদারদের সমন্বিত তালিকা করে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন।

যার সূত্র ধরেই সোমবার শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন