Logo
Logo
×

সারাদেশ

২০ বছর পর আউশ-আমনের বাম্পার ফলন, নড়াইলে কৃষকের মুখে হাসি

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম

২০ বছর পর আউশ-আমনের বাম্পার ফলন, নড়াইলে কৃষকের মুখে হাসি

ছবি : সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ও আশপাশের বিলে দুই দশক পর আবারও আউশ ও আমন ধানের সমৃদ্ধ ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। লবণাক্ত পানির প্রবেশ বন্ধ হওয়ায় কৃষকেরা এবার ধান চাষে সফল হয়েছেন, উঠোনজুড়ে ভাসছে নতুন ধানের মৌ মৌ ঘ্রাণ।

দীর্ঘদিন ধরে নবগঙ্গা, মজুতখালী ও ভৈরব নদীর বিভিন্ন স্লুইসগেট দিয়ে লবণাক্ত পানি প্রবেশ করায় পিরোলী, নাউলি, আমতলা, গোপীনাথপুর ও ইছামতি বিলে আউশ-আমনের চাষ বন্ধ হয়ে যায়। মৎস্য আহরণের স্বার্থে প্রভাবশালী মহলের সহায়তায় মৌসুমে স্লুইসগেট খোলা থাকায় কৃষিজমি উর্বরতা হারায় এবং ধান চাষ প্রায় বন্ধ হয়ে পড়ে।

এবার কৃষকের দাবির পর উপজেলা প্রশাসন, কৃষি ও মৎস্য বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে স্লুইসগেটগুলো বন্ধ করা হয়। ফলে লবণাক্ত পানি প্রবেশ বন্ধ হয়ে বিলে তৈরি হয় মিষ্টি পানির পরিবেশ। এতে আউশ-আমনের পাশাপাশি দেশি মাছের উৎপাদনও বেড়েছে।

পিরোলীর কৃষকবান্ধব গোলাম মোর্শেদ শেখ স্থানীয়দের উদ্যোগে কৃষকদের চাষে উৎসাহিত করেন। তিনি জানান, মৌসুম শুরুর আগে এলাকায় মাইকিং করে কৃষকদের আউশ-আমন চাষে উদ্বুদ্ধ করা হয়।

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমন সরকার বলেন, কৃষকেরা ২০ বছর পর ঐতিহ্যবাহী মিষ্টি ও সুস্বাদু চালের স্বাদ ফিরে পেয়েছেন। চলতি মৌসুমে আউশ-আমনের ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান জানান, প্রশাসনের কার্যকর উদ্যোগের ফলে কৃষকেরা এবার ধান চাষে সফল হয়েছেন। আগামীতে আরও বেশি জমিতে আউশ ও আমনের চাষ সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন