নরসিংদীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে পুলিশের হাতে আটক স্ত্রী
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
নরসিংদীর শিবপুরে দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী মো: হাসান মোল্লা (২৮) নামে তার ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে ।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১ টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পশ্চিম মুনসেফেরচর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত স্বামী মো: হাসান মোল্লা (২৮) ওই গ্রামের শফিজ উদ্দিন মোল্লার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মো: হাসান মোল্লা স্ত্রীর অনুমতি ব্যাতিত দ্বিতীয় বিয়ে করার কারণে তার পুরুষাঙ্গ কেটে ফেলে তার প্রথম স্ত্রী তানিয়া আক্তার (২৫)। হাসান মোল্লা পেশায় একজন ট্রাক চালক। ডিউটি শেষে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লে তার স্ত্রী কৌশলে তার পুরুষাঙ্গ কেটে ফেলে। এ সময় হাসানের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ও আত্মীয় স্বজনরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্ত্রী তানিয়াকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ‘অভিযুক্ত নারী পুলিশের হেফাজতে আছে, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



