Logo
Logo
×

সারাদেশ

জোবরা গ্রাম পরিদর্শন করলেন উপজেলা প্রশাসন

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

জোবরা গ্রাম পরিদর্শন করলেন উপজেলা প্রশাসন

ছবি-যুগের চিন্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন জোবরা গ্রাম পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। দীর্ঘদিন ধরে গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে এলেও সাম্প্রতিক একটি ঘটনার জেরে এলাকায় অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় প্রশাসন উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, জোবরা এলাকা প্রায় পুরুষশূন্য। স্থানীয় নারীরা জানান, রাতে বড় কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিরোধ করার মতো কেউ নেই। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির বলেন, “জোবরা গ্রামবাসী তাদের জায়গা-জমি বিসর্জন দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। তখন থেকে গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল, যা আমি নিজেও নব্বইয়ের দশকে ছাত্র থাকাকালে দেখেছি। কিন্তু একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরণের সংঘর্ষে আমি অত্যন্ত মর্মাহত।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঠিক তদন্ত করা হোক। পাশাপাশি গ্রামবাসীর ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং আহত শিক্ষার্থী ও গ্রামবাসীর সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একাডেমিক ও সামাজিক পরিবেশ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন। গ্রামবাসী ও শিক্ষার্থীরা যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সেদিকেই কাজ করছে প্রশাসন

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, ফতেপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুছা সিদ্দিকী, ২নং ইউপি সদস্য আব্দুল কাদের, মো. আবুল বশর বাবুল, আনন্দ বিকাশ বড়ুয়া, মো. মোজাহের ও লোকমান চৌধুরী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন