উল্লাপাড়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
উল্লাপাড়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাত্রাবিরতি কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলপথ আটকে যাত্রাবিরতি কর্মসূচি পালন করেন স্থানীয় লোকজন। গুরুত্বপূর্ণ তিনটি আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস।
উল্লাপাড়া স্টেশন সূত্রে জানা যায়, তিনটি আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর রেলস্টেশনে আটকা পরে। এতে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের হস্তক্ষেপে একঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ ছেড়ে চলে যান।
উল্লাপাড়া স্টেশন মাস্টার মাসুদ আলী খান বলেন, অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনগুলো সময়ের বিপর্যয়ের মুখে পড়ে। অন্য ট্রেনের শিডিউল বিপর্যয় হবে না।



