Logo
Logo
×

সারাদেশ

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক আটক

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক আটক

ছবি-যুগের চিন্তা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।আমিনুল ইসলাম উপজেলার বোর্ডের হাট এলাকার বাসিন্দা। রবিবার সন্ধ্যায় তাকে আটক করে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, গত ৪ জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মেজর শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষপুর ইউনিয়নের স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।উক্ত মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেনসেনাবাহিনীর নাম করে চাঁদা দাবির একটি অডিও রেকর্ড সেনাবাহিনীর হাতে আসে। এরই প্রেক্ষিতে আমিনুল ইসলাম পালোয়ানকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে আসতে বলা হয়।

জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ বলেন, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।#

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন