শেরপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সোমবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিন টায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বগুড়া জেলা বিএনপির আনন্দ র্যালীতে যোগদানের উদ্দেশ্যে গাড়িতে নেতাকর্মীরা শেরপুর ত্যাগ করেন।
শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু বলেন, আমরা গত ১৭ বছর যেভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারি নাই, বগুড়া জেলা বিএনপির আনন্দ র্যালীতে রুপান্তরিত হবে। এবং আজকের উপস্থিতি হবে আগামী নির্বাচনের বিজয়ের নিশানা।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বগুড়ায় আনন্দর্যালীতে অংশ গ্রহণ করেন।



