Logo
Logo
×

সারাদেশ

উন্নয়নের সঙ্গে পাহাড়ে শিক্ষার আলো ছড়াছে সেনাবাহিনী

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৬:৫৮ পিএম

উন্নয়নের সঙ্গে পাহাড়ে শিক্ষার আলো ছড়াছে সেনাবাহিনী

ছবি-যুগের চিন্তা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার  অতিদুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে কাজ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড ।

রবিবার বাঘাইছড়ির মাঝিপাড়া সীমান্ত এলাকায় সেনাবাহিনী প্রতিষ্ঠিত মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম শামস এই কথা বলেছেন।  এই সময়ে বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি করে দ্বিগুণ করা সহ, শিক্ষার্থীদের জন্য সৌরবিদ্যুত প্যানেল ও ফ্যানের ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রি ও শিক্ষা সামগ্রি বিতরণ  করেছেন।

তিনি বিদ্যালয়টি জাতীয়করণ করার লক্ষ্যে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই সময় সেনাবাহিনীর ২০ ইসিবির অধিনায়কসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধিগণ  উপস্থিত ছিলেন।

পরে ব্রিগেডিয়ার জেনারেল বাঘাইছড়ির সীমান্ত এলাকার উন্নয়ন কর্মকা- পরিদর্শন করেনে।এই সময়ে তাকে এলাকাবাসী ফুলের শুভেচ্ছা জানান।  তিনি বলেন সেনাবাহিনী পাহাড়ে সড়ক যোগাযোগ উন্নয়নের পাশাপাশি বিদ্যালয় প্রতিষ্ঠা করতেও কাজ করছে যাচ্ছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন