কুড়িগ্রামে মৎস্য খাতে লিঙ্গ সমতা বৈধকরণ কর্মশালা
রাজু মোস্তাফিজ,কুড়িগ্রাম
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম
ছবি-যুগের চিন্তা
মৎস্য খাতে লিঙ্গ সমতা সামাজিক অন্তভূক্তি বৈধকরণ কর্মশালা রবিবার দিনভর কুড়িগ্রাম আর ডি আর এস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্ধোধনী বক্তব্য দেন ড. সিজ উইলে খোজা,সি এশিয়ার রিসার্চ ফেলো ও ড.এ কে এম সালাউদ্দিন টোসা প্রকল্পের আর ডি আর এস প্রজেক্ট কো-অর্ডিনেটর। কুড়িগ্রাম ও চাঁদপুর জেলার মৎস্য খাতের লিঙ্গ সমতা সামাজিক অন্তভুক্তি নিয়ে গবেষণা পত্র উপস্থাপন করেন মো. মাহবুব-উল- হক সী এশিয়ার জুনিয়র কনসালট্যান্ট।
-68b437f52628e.jpg)
বক্তব্য রাখেন সবুজ কুমার বসাক উপজেলা নির্বাহী কর্মকর্তা চিলমারী, মো. মুক্তাদির খান জেলা মৎস্য কর্মকর্তা,রাজু মোস্তাফিজ সভাপতি কুড়িগ্রাম প্রেসক্লাব, সান্তা সোহেলী ময়না প্রগাম কোর্ডিনেটর অক্সফাম,তপন কুমার সাহা টিম লীডার আর ডি আর এস।
বক্তারা বলেন দেশের জেলে সম্প্রদায় আজও অবহেলিত। তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁিক নিয়ে নদ-নদী থেকে মাছ সংগ্রহ করে আনলেও মধ্যসত্তভোগীদেও জন্য নিজে বিক্রি করতে পারে না। তাই তারার গরীব থেকে আরও গরীব হয়ে যাচ্ছে।
বাধ্য হচ্ছে পেশা ছেড়ে দিতে। তাদের কোন ভাগ্যের উন্নয়ন হয় না। তারা আরও বলেন যদি দেশে মাছের উৎপাদন কম হয় তাহলে পত্রিকায় লেখালেখি প্রচুর হয়। কিনতু জেলে সম্প্রদায়কে নিয়ে তুলনা মূলক ভাবে লেখালেখি কম হয় বিভিন্ন মিডিয়ায়।



