না’গঞ্জ শহরের সব বাসস্ট্যান্ড সরানোর আহবান
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩৯ পিএম
ছবি-যুগের চিন্তা
ভয়াবহ যানজটে অচল নারায়ণগঞ্জ । স্থবির জনজীবন। দুর্বিসহ এই যন্ত্রনা থেকে নগরীবাসিকে মুক্তি দিতে হলে প্রয়োজন স্থায়ী সমাধান। আর তা হলো নারায়ণগঞ্জ শহরের ভেতরে বাস ট্রাক, কার্ভাডভ্যান, ব্যাটারিচালিত অটোরিক্সাসমূহ শহরে চলাচল নিষিদ্ধ করা এবং শহরের ভেতরে সকল বৈধ ও অবৈধ বাস স্ট্যান্ড শহরের বাইরে নিয়ে যাওয়া।
এর জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের আহবায়ক মোস্তফা করিম।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর কবির পোকন, সংস্কৃতি কর্মী শাহিন মাহমুদ,এ্যাডভোকেট সুমন মিয়া, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, স্বপন চৌধুরি, নাহিদ আজাদসহ অনেকে।
মোস্তফা কমির জানান, নগরীর চানমারী এলাকাসহ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের অনেক সরকারি জায়গা রয়েছে। এসব সরকারি জায়গায় বাস স্ট্যান্ড নির্মাণ করে নগরীর ভেতর থেকে সকল বাস স্ট্যান্ড,ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেয়ার আহবান জানান তিনি ।



