ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষে আহত ২০
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চার বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। সংঘর্ষের পর ঢাকামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ওপরে উঠে যায়। একই সময় গোল্ডেন লাইন পরিবহনের অন্তত ২০ হাত দুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের ওপরে উঠে যায়। প্রায় একই সময় দুর্ঘটনার শিকার টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটির কিছুটা পিছনে নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা লাগে, এ সময় সাকুরা পরিবহনের একটি বাস নড়াইল এক্সপ্রেসের বাসটির পিছনে ধাক্কা দেয়। এই চারটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। চারটি বাসের সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ বলেন, ‘খবর পেয়ে আমরা চারজন আহতদের উদ্ধার করি। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরিয়ে যানবাহন চলাচল উপযোগী করা হয়।’



