Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারের সাগর ও নদীতে নিখোঁজ ৪

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৪:০৩ পিএম

কক্সবাজারের সাগর ও নদীতে নিখোঁজ ৪

ছবি : কক্সবাজারের সাগর ও নদীতে নিখোঁজ ৪

কক্সবাজারের উখিয়ায় শখের বশে মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে গেল ২ কিশোর। অপরদিকে চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসলে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার মনখালী খেলার মাঠের পশ্চিমে সাগরে উপকূলে এবং দুপুর ১ টার দিকে চকরিয়ার মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।

উখিয়ায় নিখোঁজরা হলেন, উখিয়ার মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও নাজির হোছনের ছেলে সায়েম (১৮)।  

তবে চকরিয়ায় নিখোঁজদের নাম নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়ায় নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ বলেন, “শুক্রবার সকালে বন্ধুর সাথে শখ করে সাগরের মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে যায় সায়েমসহ দুই জন। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।”

সায়েমের অপর মামা মুজিবুর রহমান বলেন, “ছয় জন কিশোর সাগরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ ঢেউয়ের তোড়ে দুই কিশোর পানিতে ভেসে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও এখনো পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।”

অপরদিকে, চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছেন। মাতামুহুরী সেতুর নিকটবর্তী দক্ষিণ পাশে শুক্রবার ( ২৯ আগস্ট) দুপুর ১ টার দিকে তিন যুবক গোসল করতে নদীতে নামে বলে জানান প্রত্যক্ষদর্শী রুবেল খান।ি

তিনি জানান, এক যুবক তীরে উঠে আসলেও দুই যুবকের খোঁজ মেলেনি বিকাল সাড়ে তিনটা পর্যন্ত । আত্নীয় ও এলাকার লোকজন জাল ফেলে এবং ডুব দিয়ে তাদের সন্ধান চালাচ্ছে। বিকাল তিনটা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরাও নিখোঁজদের সন্ধান শুরু করে। চট্টগ্রামে খবর দেয়া হয়েছে ডুবুরিদল পাঠানোর জন্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন