Logo
Logo
×

সারাদেশ

আমতলীতে সায়েন্টিফিক সেমিনার

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৭:৩২ পিএম

আমতলীতে সায়েন্টিফিক সেমিনার

ছবি-যুগের চিন্তা

বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশন (বিসিপিএ) আমতলী উপজেলা শাখার উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছেসার্ভিয়ার ফার্মাসিউটিক্যালসুইচকন্ট্যাক্টের সহযোগীতায় বৃহস্পতিবার তাজমহল পার্টি সেন্টারেসেমিনার অনুষ্ঠিত হয়

বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশনের আহবায়ক মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খাঁনবিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্যপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. তারেক হাসান, প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম বাদল, সাংবাদিক মো. হোসাইন আলী কাজী ও মো. জয়নুল আবেদীন।

বরগুনা প্যারামেডিক এ্যাসোসিয়েশন সদস্য সচিব মোঃ জিয়াদুল করিমের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সার্ভিয়ার রিওজোনাল ম্যানেজার মোঃ জাকির হোসেন, সুইচকন্ট্যাক্ট কো-অর্ডিনেটর মোঃ আনোয়ারুল ইসলাম, লিটন কুমার ও মোঃ আবু বকর খাঁন প্রমুখ। সেমিনারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও পাইলস রোগের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।

প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খাঁন বলেন, কমিউনিটি প্যারামেডিক চিকিৎসকরা প্রান্তিক জনগোষ্ঠিকে প্রাথমিক সেবা দিয়ে আসছেন। তবে তাদেরকে দায়িত্বশীল হয়ে আরো গুরুত্বপুর্ণ ভূমিকা রাখার আহবান জানান তিনি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন