Logo
Logo
×

সারাদেশ

মানসিক ভারসাম্য হারিয়ে ১২ বছর পর দেশে ফিরলেন লক্ষ্মীপুরের সুমন

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১০:০২ এএম

মানসিক ভারসাম্য হারিয়ে ১২ বছর পর দেশে ফিরলেন লক্ষ্মীপুরের সুমন

ছবি : সংগৃহীত

মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘ ১২ বছর পর ওমান থেকে দেশে ফিরেছেন লক্ষ্মীপুরের মো. সুমন (৩৫)। বুধবার (২৭ আগস্ট) বিকেলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ ডেস্কের অ্যাম্বুল্যান্সে করে তিনি সদর উপজেলার রতনপুর গ্রামের বাড়িতে পৌঁছান। এসময় নোয়াখালী মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ৮ মাস ধরে সুমনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দেশে বা ওমানে থাকা আত্মীয়দের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই অসুস্থ অবস্থায় তাকে বাড়িতে ফিরে পেয়ে স্বজনরা আনন্দে আপ্লুত।

সুমন রতনপুর গ্রামের হাফিজ উল্যাহর ছেলে। জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে তিনি দেশে ফেরেন। পাসপোর্টবিহীন ও অসুস্থ অবস্থায় বিমানবন্দরে পাওয়া গেলে এভিয়েশন সিকিউরিটি ও বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে নিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি ছড়িয়ে দিলে রাতেই তাকে শনাক্ত করে গ্রামবাসী। বুধবার বড় ভাই মো. মামুনের কাছে সুমনকে হস্তান্তর করা হয়।

পরিবারের ভাষ্যমতে, ওমানে প্রথমে একটি কোম্পানিতে চাকরি করলেও পরে সুমন টেইলার্স ও বোরকার দোকান চালাতেন। ব্যবসায় ক্ষতির পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত ৮ মাস তার কোনো খোঁজ মেলেনি।

সুমনের ভাই মামুন বলেন, আমাকে চিনেছে, কিন্তু অন্য ভাই মিজানকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে ওমানে মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছে।

মা নাজমুন নাহার বলেন, ১২ বছর পর ছেলেকে চোখে দেখলাম, এর চেয়ে শান্তি আর কিছু হতে পারে না। দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

ব্র্যাক এমআরএসসি–র নাহিদ জুলফিকার জানান, প্রায়ই মানসিক ভারসাম্যহীন প্রবাসীদের উদ্ধার করে দেশে ফেরানো হয়। গত আট বছরে ১৪৮ জনকে পরিবারের কাছে ফেরানো হয়েছে, যার মধ্যে শুধু ২০২৪ সালেই ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন