Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে যুবদল নেতার কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৭ এএম

টাঙ্গাইলে যুবদল নেতার কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম

টাঙ্গাইলের গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়ার থাপ্পড়ে যুবদল নেতার কানের পর্দা ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, থানার একটি কক্ষে এসআই রাসেল তাকে সজোরে থাপ্পড় দিলে তিনি শুনতে পাচ্ছেন না।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে থানার ভেতরে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষায় কানে ইনজুরির প্রমাণ পান এবং উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনার সূত্রপাত হয় আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তর চরপাড়ার মিঠু আকন্দ ও মিজু আকন্দ নামে দুই ভাইয়ের জমি বিরোধ নিয়ে। সোমবার (২৫ আগস্ট) সালিশি বৈঠক বসলেও মিঠু আকন্দ অনুপস্থিত ছিলেন। তিনি পরদিন পুলিশ নিয়ে এলাকায় গেলে স্থানীয়দের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার থানায় ডেকে নেওয়া হয় যুবদল নেতা আমিনুল ইসলামকে। উপজেলা বিএনপির সেক্রেটারি কাজী লিয়াকত ভিপিও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলামের অভিযোগ, ওসির রুম থেকে বের করে অন্য কক্ষে নিয়ে গিয়ে এসআই রাসেল আমাকে থাপ্পড় দেন। এতে আমার কানের পর্দা ফেটে গেছে।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম বলেন, রোগীর কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যেহেতু তিনি কানে না শোনার অভিযোগ করেছেন, তাই তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে এসআই রাসেল মিয়া বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। থানায় কোনো মারধরের ঘটনা ঘটেনি।

গোপালপুর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, স্থানীয় বিএনপি নেতা পুলিশের কাজে বাধা দিয়েছিলেন, তাই তাকে থানায় আনা হয়। পরে অফিসার ও নেতাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বিষয়টি মীমাংসা করেছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন