Logo
Logo
×

সারাদেশ

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআর এ হবে এমপি বাণিজ্য; খোকন

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:২৮ পিএম

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআর এ হবে এমপি বাণিজ্য; খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, '১% জনগণও জানে না পিআর কি, অনেক নেতাও এসব বুঝে না। জনগণ মার্কা, দল দিয়ে ভোট দেবে কিন্তু যে ব্যক্তি জনগণের পাশে দাঁড়াবে,জনগণের কল্যাণে দীর্ঘ দিন কাজ করেছে তারা আসতে পারবে না,তখন সেখানে আরও স্বৈরাচারী হবে,আরও ফ্যাসিস্ট হবে।

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআর এ হবে এমপি বাণিজ্য। আরও অনিয়ম হবে,বাংলাদেশে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে। জনগণ ভোট দিতে যাবে না। শুধু মার্কা এবং দল না ব্যক্তিও বড় ফ্যাক্টর। নির্বাচন নিয়ে অনৈক্য তৈরি হলে ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ পাবে। দোসরদের দালাল প্রেতাত্মারা ফিরে আসলে পিআর নিয়ে যারা নির্বাচন অস্থিতিশীল করতে চায় সে সমস্ত দায়বার তাদের নিতে হবে। যাদের দাফন কাফন হয়ে গেছে তাদের রাজনীতিতে সুযোগ করে দিচ্ছেন,জনগণ আপনাদের ক্ষমা করবে না'। মঙ্গলবার (২৬) আগস্ট সন্ধ্যায় বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার লক্ষ্যে জেলা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এম. এ জলিল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুৎ সহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মী'রা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন