Logo
Logo
×

সারাদেশ

কিডনির যন্ত্রণায় ছটফট ফয়সাল, বাঁচাতে এগিয়ে এলেন মানবিক ডিসি

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম

কিডনির যন্ত্রণায় ছটফট ফয়সাল, বাঁচাতে এগিয়ে এলেন মানবিক ডিসি

ছবি : সংগৃহীত

জীবন-মৃত্যুর লড়াইয়ে এক অসহায় মানুষের নাম ফয়সাল খাঁন। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া জামতলা এলাকার ভাড়াটিয়া এই মানুষটি একসময় কর্মরত ছিলেন বেসরকারি একমি ফার্মাসিউটিক্যালসে। কিন্তু দীর্ঘদিনের অসুস্থতা তার চাকরির অবসান ঘটায়। পরে নারায়ণগঞ্জ ক্লাবে সামান্য বেতনের চাকরি নেন। তবে দিন দিন অসুস্থতা বেড়ে যাওয়ায় জীবিকা নির্বাহই হয়ে ওঠে কঠিন।

ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও মূত্রনালীর জটিল রোগে ভুগছেন। ডাক্তাররা জরুরি ভিত্তিতে অপারেশনের পরামর্শ দিয়েছেন। কিন্তু অপারেশনের বিপুল খরচ বহন করার মতো সামর্থ নেই তার। পিতা-মাতা কেউ জীবিত নেই; পিতা মৃত্যুর আগে ভিটে বাড়ি বিক্রি করে যাওয়ায় এখন স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন।

কান্নাজড়িত কণ্ঠে ফয়সাল বলেন, আমার চার বছরের মেয়ে শিফা একটি দুর্ঘটনায় ঠোঁট কেটে ফেললেও টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারিনি। অসুস্থতার কারণে আমার ছোট ছেলে নাজাত মাহিকে প্রতিদিন মাত্র ২০০ টাকার বিনিময়ে কাজে পাঠাতে বাধ্য হয়েছি। একজন পিতা হিসেবে এটা আমার জন্য ভীষণ কষ্টকর

ফয়সালের স্ত্রী মুন্নী আক্তার সেলাই কাজ জানেন, কিন্তু সেলাই মেশিন কেনার সামর্থ নেই তাদের।

দ্বারে দ্বারে ঘুরেও যখন সাহায্য পাননি, তখন তিনি মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার কাছে আবেদন করেনজেলা প্রশাসক তার দুর্দশার কথা শুনে পাশে দাঁড়িয়েছেনফয়সাল কৃতজ্ঞতার সঙ্গে বলেন, স্যার অনেক ভালো মানুষআমি তাকে সরকারিভাবে একটি ঘর দেওয়ার জন্য আবেদন করেছিউনি বিবেচনার আশ্বাস দিয়েছেন

চরম অসহায় এই মানুষটি বলেন, চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ আমার নেইসংসার চালানোই কষ্টসাধ্য হয়ে গেছেসমাজের বিত্তবানরা যদি আমার পাশে দাঁড়ান, তবে হয়তো আমি আবার সুস্থ হয়ে পরিবারের দায়িত্ব নিতে পারব

ফয়সালের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন