কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার এক বিধবা বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা বেগম (৬৫)। তিনি একই এলাকার মৃত নুরুচ্ছফার স্ত্রী।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পেকুয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রহস্য জনক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধা ফাতেমা বেগম ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি ঝাঁকফুঁক ও পানিপড়া দিয়ে আয় রোজগার করতেন। ঘটনার দিন বিকেলে পার্শ্ববর্তী পারভীন নামে এক মহিলা পানিপড়ার জন্য তাঁর বাড়িতে গেলে দরজা বন্ধ পেয়ে চলে যায়। পরে মাগরিবের সময় তাঁর স্বামী সহ পুনরায় ফাতেমার বাড়িতে গেলে দরজা বন্ধ দেখে। পরে তাঁরা দরজা খুলে ঘরের ভেতরে ঢুকতেই ফাতেমার নিথর দেহ দেখে প্রতিবেশীদের ডাক দেয়।
এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশীরা জানায়, নিহত ফাতেমা বেগমের এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। ছেলে নাজেম উদ্দিন (৩৫) পরিবার নিয়ে শিলখালী জারুলবনিয়া বসবাস করেন। অপরদিকে সেতেরা বেগম ও এনতেহারা চট্টগ্রামে থাকেন।
পেকুয়া থানার এসআই উগ্যজাই মারমা এ প্রতিবেদকে বলেন, বৃদ্ধা ওই মরদেহের গায়ে দৃশ্যমান আঘাতের কোন চিহ্ন না থাকলেও কানের কাছে, গলার নিচে ও চোখে রক্ত জমাট রয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক দুই তিন ঘন্টা আগে এ ঘটনা ঘটেছে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হবে তারপর মৃত্যুর কারণ জানা যাবে।



