Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১১:৩৫ এএম

কুমিল্লায় পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

ছবি : সংগৃহীত

বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে কুমিল্লার গীতাবাড়ী সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে কুমিল্লা-১০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার নং ২১২৫–এর কাছে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। ফেরত আসা নাগরিকরা হলেন—নওগাঁর পত্নীতলার রঘুনাথপুরের মো. রাফি (২৫), চাঁদপুরের শাহরাস্তির আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরামের এমদাদ হোসেন (২৭), একই উপজেলার সাইদুজ্জামান ভূঁঞা (২৯) এবং ফেনীর ছাগলনাইয়ার গিয়াস উদ্দিন (৪০)।

লে. কর্নেল এজাজ জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে ফেরত প্রদানের উদ্যোগ নেয়। স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের নাগরিকত্ব যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরে আটক পাঁচজনকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন