Logo
Logo
×

সারাদেশ

রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম

রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই পর্যটক নিহত এবং চারজন আহত হয়েছে।

রোববার  (২৪ আগস্ট) ৬ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে । হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা টাঙ্গাইলের বাসিন্দা  বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত এক শিশুকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, ‘সন্ধ্যায় রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে চট্টগ্রামমুখি মার্শা পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটি দুমড় মুচড়ে গেলে ঘটনাস্থলে একজনের নিহত ও ৫ জন আহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন