Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২

Icon

তাড়াশ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পিএম

সিরাজগঞ্জে কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২

ছবি-যুগের চিন্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-১২ সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

রবিবার (২৪ আগষ্ট) সকালে র‌্যাব-১২,র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,২৩ আগস্ট সন্ধ্যায় র‌্যাব-১২ সদর কোম্পানির সদস্যরা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মহেশপুর সাকিনস্থ পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী বসত ঘরে অভিযান পরিচলনা করে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। এ সময় মূর্তি পাচারের অভিযোগে ২ জন পাচারকারীকে গ্রেপ্তার করে।

গ্রেফপ্তারকৃত আসামিরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ (মধ্যপাড়া) গ্রামের আছলাম আলীর ছেলে শাহিন আলম (৩০) এবং শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া) গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম(৪৫) আসামিদ্বয় মূল্যবান কষ্টিপাথরের তৈরি মূর্তি নিজ হেফজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করে।

গ্রেফপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন