গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, একই পরিবারের নারী-শিশুসহ ৯ জন দগ্ধ
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম
ফাইল ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় একটি বাসায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন— আসমা বেগম (৩৫), তানজিল ইসলাম (৪০), তিশা (১৭), আরাফাত (১৫), হাসান (৩৫), মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস) ও সালমা বেগম (৩২)।
শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, শিশুসহ ৯ জন রোগী এসেছে। তাদের মধ্যে হাসানের শরীরের ৪৪ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, নবজাতক ইমামের ৩০ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, তিশার ৫৩ শতাংশ ও আসমার ৪৮ শতাংশ দগ্ধ। সবার অবস্থাই আশঙ্কাজনক। কেবল তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা রাকিবুল ইসলাম জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী-শিশুসহ ৯ জন দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের পরিচয় জানা গেছে— আসমা বেগম, তানজিল ইসলাম, তিশা ও আরাফাত একই পরিবারের সদস্য। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার চকগদ্দর গ্রামে। অন্যদিকে মোহাম্মদ হাসান, তার স্ত্রী সালমা বেগম, সন্তান মুনতাহা, জান্নাত ও নবজাতক ইমাম উদ্দিন পটুয়াখালীর বাউফল উপজেলার জৌদা গ্রামের বাসিন্দা। তারা সবাই একই বাসায় একত্রে থাকতেন। আসমা বেগম পোশাক শ্রমিক এবং হাসান দিনমজুর হিসেবে কাজ করতেন।



