Logo
Logo
×

সারাদেশ

বৈদ্যুতিক খুঁটির সাথে লেগুনার ধাক্কা,গাজীপুরে নারী নিহত

Icon

গাজীপুর প্রতিনিধি :

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৫:১২ পিএম

বৈদ্যুতিক খুঁটির সাথে লেগুনার ধাক্কা,গাজীপুরে নারী নিহত

ছবি-সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে লেগুনার ধাক্কায় এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন লেগুনার আরো কমপক্ষে ১২ যাত্রী।

শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নমিতা রানী (২৬) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের নলিত চন্দ্রের মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকায় বসবাস করে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানায় চাকরি করতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক বহরকারী লেগুনাটি কারখানায় যাচ্ছিল। মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে লেগুনাটির ধাক্কা লাগে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নারী শ্রমিক নমিতা রানী নিহত ও আরো ১২ শ্রমিক আহত হন। হতাহতরা সকলেই মোশারফ কারখানার শ্রমিক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন