দুই শতাধিক কবির অংশগ্রহণে বগুড়ায় শুরু হচ্ছে দিনব্যাপী সাহিত্য উৎসব। জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার আয়োজনে আগামী শুক্রবার (২২ আগস্ট) পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন আরডিএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। প্রধান আলোচক থাকবেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।
সম্মাননা প্রদান পর্বের অতিথি থাকবেন বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এসএম সরওয়ার, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়ার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমজাদ হোসেন খান ও জাতীয় কবিতা মঞ্চের সহসভাপতি মনজু খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক সাদেক হোসেন।
উৎসব উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উদ্বোধন পর্বের পর অনুষ্ঠিত হবে বইমেলা, তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, "তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা" শীর্ষক আলোচনা, কবি আড্ডা এবং জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও ছোটকাগজ কাঠপত্র এর মোড়ক উন্মোচন।
এবারের উৎসবে কবি ও সম্পাদক প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, কবি ও সম্পাদক জয়ন্ত দেব, কবি ও সাংবাদিক মসহীন রাজু এবং কবি ও সম্পাদক মাহফুল আখতারকে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কবি ও সাংবাদিক এইচ আলিম।
বগুড়া, রাজশাহী, রংপুর, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, নওগাঁ, জয়পুরহাট, ঢাকা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক কবি এ আয়োজনে অংশ নেবেন।



