Logo
Logo
×

সারাদেশ

সিলেট সুন্দর জেলায় পরিণত হবে, নতুন ডিসি সারোয়ার আলম

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পিএম

সিলেট সুন্দর জেলায় পরিণত হবে, নতুন ডিসি সারোয়ার আলম

সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এক সময়ের আলোচিত এই ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ‌‘আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে; আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করতে। আমি এখানকার সকলের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে যখন কাজ করবো তখন অবশ্যই ভালো কিছু হবে। সিলেট সুন্দর জেলায় পরিণত হবে।'

সারোয়ার আলম বলেন, ‌আমি অনুরোধ করবো সবাই যেন নিয়ম ও আইন মানেন। এখানকার বেশ কয়েকটা ব্ষিয়ে তাঁর গুরুত্ব থাকবে জানিয়ে বলেন, ‘প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য- এই কয়েকটা কাজে আমার স্পেশাল মনোযোগ থাকবে।’

সিলেটের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি, আমার এখানকার সময়টা ভালো যাবে।’

তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমাকে অতীতে যেমন দেখেছেন এখানেও তেমনই দেখবেন।’ এর আগে সকালে সারোয়ার আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছলে তাঁকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার রাতে সিলেট পৌঁছেন তিনি।

প্রসঙ্গত, পাথর লুট দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন