বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম
বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় অটোভ্যান চালক নিহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের তেলিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম। তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়নের হাট সাজাপুর এলাকার মৃত রিয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতিদিনের মতো রাতে রফিকুল ইসলাম অটোভ্যান চালিয়ে বাড়ির পথে ফিরছিলেন। এ সময় নওগাঁগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১৪-০৭৫৬) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।



