বৃষ্টিতে ত্রিশাল-ধানীখোলা সড়কে ধস: যান চলাচল বন্ধ, ভোগান্তি চরমে
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
ধসে যাওয়া সড়কে ঝুঁকি নিয়ে চলাচল।
ময়মনসিংহের ত্রিশাল-ধানীখোলা সড়ক বৃষ্টিতে ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ঝুঁকি নিয়ে কিছু মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা থেমে থেমে চললেও যাত্রীদের অনেক সময় নামতে হচ্ছে গাড়ি ঠেলে পার হতে।
সরেজমিন দেখা গেছে, পৌর শহর থেকে ধানীখোলা বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়কের মধ্যে দুই কিলোমিটার অংশ বহুদিন ধরেই নাজুক অবস্থায় রয়েছে। বছর দেড়েক আগে বাকি ছয় কিলোমিটার পাকা করা হলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানির চাপে এবং মাছবাহী গাড়ি চলাচলের কারণে সড়কের একাধিক অংশ ধসে গেছে। এতে সড়কটি এখন প্রায় অচল হয়ে পড়েছে।
এ সড়কটি ত্রিশাল ও পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন শতাধিক গাড়ি চলাচল করে। কিন্তু ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় স্থানীয়রা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
স্থানীয় যাত্রী শামসুল হক বলেন, বৃষ্টির দিনে এ রকম ভোগান্তি নতুন নয়। রোগী নিয়ে যাতায়াতে সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছি। ভ্যানচালক জমসেদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, গাড়ি নিয়ে ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে। রাতে তো ভয় থাকে ভ্যানসহ নদীতে পড়ে যাওয়ার।
উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার জানান, সড়কটি ধসে যাওয়ার কারণ হলো বৃষ্টির পানি নামার সঠিক ব্যবস্থা না থাকা। দ্রুত সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের প্রস্তাব এলজিইডিতে পাঠানো হয়েছে। বরাদ্দ মিললেই সংস্কারকাজ শুরু হবে। সড়কের অন্য অংশে ইতিমধ্যে টেন্ডার হয়েছে, আবহাওয়া অনুকূলে এলেই কাজ শুরু হবে।



