Logo
Logo
×

সারাদেশ

মহেশপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:৩৩ পিএম

মহেশপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দর্শনার উদ্দেশে যাত্রা করছিল। পথে কালীগঞ্জ-জীবননগর সড়কে তুষার সিরামিকস কারখানা থেকে একটি ড্রাম ট্রাক প্রধান সড়কে ওঠার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী, ট্রাকচালক ও হেলপারসহ ১৫ জন আহত হন।

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মহেশপুর থানার তদন্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন