আ স ম রব ভোট করতে এলে রোড ব্লকের হুমকি, লক্ষ্মীপুরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১১:২৭ এএম
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ভোট করতে এলে রোড ব্লক করার হুমকি দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন শাবু।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি মাঠ পরিদর্শনের সময় উপজেলা নেতাদের উপস্থিতিতে তিনি এ মন্তব্য করেন। একইদিন রাতে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা।
ভিডিওতে শাবুকে বলতে শোনা যায়, আল্লাহ না করুক রব সাহেব ভোট করতে আসলেও ৫০ হাজার লোক নিয়ে রামগতি-কমলনগরের পুরো রাস্তা ব্লক করে দেবো। এ সময় তিনি স্থানীয় বিএনপি প্রার্থীপ্রত্যাশী আশরাফ উদ্দিন নিজানের পক্ষে থাকার কথাও জানান।
তার এই বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। অনেকে মন্তব্য করছেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপন্থী হয়ে এমন বক্তব্য দলের জন্য ক্ষতিকর।
উল্লেখ্য, গেল বছরের ২২ অক্টোবর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জেএসডি সভাপতি আ স ম রবকে এ আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর ফলে রবকে ঘিরে স্থানীয় বিএনপি ও জেএসডির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল।
স্থানীয় জেএসডি নেতারা শাবুর বক্তব্যকে উসকানিমূলক ও অরাজনৈতিক আখ্যা দিয়ে হতাশা প্রকাশ করেছেন। জেএসডি কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, বিএনপি ও জেএসডি দীর্ঘ আন্দোলনে একসাথে কাজ করেছে। তাই রব সাহেবকে সহযোগিতা করা রাজনৈতিক শিষ্টাচার।
অন্যদিকে উপজেলা বিএনপির কিছু নেতা দাবি করেছেন, শাবুর বক্তব্য ছিল কেবল মজা বা ঠাট্টার ছলে দেওয়া মন্তব্য। তবে জেলা বিএনপির অনেক সিনিয়র নেতা বিষয়টি নিয়ে মন্তব্য করতে অনিচ্ছুক।
এ প্রসঙ্গে জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেন, যারা ঐক্যের মর্মার্থ বুঝতে ব্যর্থ, তারাই নব্য ফ্যাসিস্ট। জনগণ শান্তি চায়, আর আমরা শান্তিপূর্ণ অবস্থানেই বিশ্বাসী।



