Logo
Logo
×

সারাদেশ

ভোমরা বন্দর দিয়ে আমদানি বাড়তেই কমছে পেঁয়াজের দাম

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:০৯ এএম

ভোমরা বন্দর দিয়ে আমদানি বাড়তেই কমছে পেঁয়াজের দাম

ছবি : সংগৃহীত

দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মাত্র তিন দিনেই প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এতে সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪ থেকে ৭ টাকা কমেছে।

সুলতানপুর বড়বাজারের পাইকারি ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, ভারতীয় পেঁয়াজ বাজারে আসতেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ৬৫ থেকে ৬৭ টাকায়, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকায়। সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৭০টি ট্রাকে প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। আমদানি নিয়মিত থাকলে বাজার দ্রুত স্থিতিশীল হবে।

রাজস্ব কর্মকর্তা মো. রাসেল আহম্মেদও জানান, অল্প সময়ে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির ফলে বাজারে ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব পড়েছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়বে বলে তিনি আশা করছেন।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, বাজারে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে প্রশাসনের তদারকি চলছে। ইতোমধ্যেই কেজিপ্রতি ৬ থেকে ৭ টাকা পর্যন্ত দাম কমেছে, সামনে আরও কমতে পারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, স্থানীয় উৎপাদন চাহিদা পুরোপুরি মেটাতে না পারায় ভারতীয় আমদানির ওপর নির্ভর করতে হয়। নিয়মিত আমদানি অব্যাহত থাকলে দাম নিয়ন্ত্রণে থাকবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন