Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গমাটিতে দুর্নীতিপ্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৬:৪১ পিএম

রাঙ্গমাটিতে দুর্নীতিপ্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা

ছবি-যুগের চিন্তা

দুর্নীতিা বিরুদ্ধে তারুণ্যের একতা ,গড়বে আগামীর শুদ্ধতা এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গমাটিতে দুর্নীতিপ্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শাহবহুমুখী উচ্চবিদ্যালয়ে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুনীতিদমন সংস্থা যৌথভারে এই প্রতিযোগিবার আয়োজন করেছে। আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুবাইদা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আহমদ ফরহাদ হোসেন এবং সহকারী পরিচালক মো. রাজু আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুকসাধারণ সম্পাদক ললিত সি চাকমা প্রমুখ

অনুষ্ঠানে রাঙ্গামাটি শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ শিক্ষার্থী প্রতিযোগির অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। প্রতিযোগিতার ফাইনাল পর্বে মুখোমুখি হয় সেন্ট ট্রিজার স্কুল ও রাঙ্গামাটি সরকার বালিকা উচ্চ বিদ্যালয়। তর্ক-বিতর্কে প্রাণোবন্ত অংশগ্রহণের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অতিথিরা । 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন