Logo
Logo
×

সারাদেশ

ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম

ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

ছবি : সংগৃহীত

নাটোরের লোকমানপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। ভাঙা স্থানে পাটের বস্তা গুঁজে সাময়িকভাবে ট্রেন পারাপার স্বাভাবিক রাখা হলেও সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নিয়মিত পর্যবেক্ষণে রেললাইনে ফাটল ধরা পড়ে। এরপরই কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিয়ে বস্তা গুঁজে ট্রেন চলাচল সচল রাখে। ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এবং ঢালারচর এক্সপ্রেস ভাঙা লাইনের উপর দিয়েই ধীরগতিতে পারাপার হয়।

রেল শ্রমিক মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থলে আসি। আপাতত বস্তা গুঁজে ট্রেন পার হচ্ছে, তবে মেরামতের কাজ চলছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, সকালে কর্মীরা লাইনে ভাঙা দেখতে পান। বর্তমানে ট্রেন সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলছে। মেরামতের কাজ শুরু হয়েছে, অল্প সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন