Logo
Logo
×

সারাদেশ

ছয় কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:৩৭ পিএম

ছয় কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে

ছবি : সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী নদীর ওপর নির্মিত একটি সেতু সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৬ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হলেও এক বছরেরও বেশি সময় ধরে সেতুটি পূর্ণ ব্যবহার করতে পারছেন না অন্তত ৩০ হাজার মানুষ। বাধ্য হয়ে বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন তারা। গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গুলিশাখালী, কুকুয়া ও চাওড়া ইউনিয়নের সংযোগস্থল আমড়াগাছিয়া বাজার সংলগ্ন সেতুটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছিল ২০২৩ সালের মে মাসে। নির্ধারিত সময়ের আগেই ২০২৪ সালের জুনে নির্মাণকাজ শেষ হলেও পশ্চিম প্রান্তে উচ্চতার কারণে আটকে যায় সংযোগ সড়কের কাজ। ফলে সেতুটি কার্যত ‘অপেক্ষমাণ’ থেকে যায়।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন শত শত মানুষ ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও সরকারি অবহেলায় তা এখন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জরুরি রোগী পরিবহনেও বড় বাধা হয়ে উঠেছে সেতুটি। কেউ অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে দুই কিলোমিটার ঘুরপথে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে, অথচ সেতুটি চালু থাকলে ১৫ মিনিটেই পৌঁছানো সম্ভব।

স্থানীয় বাসিন্দা রাশেদুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই বছর হয়ে গেল, কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি মানুষের কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক ছাড়া সেতুর কোনো উপকার নেই। 

আরেক বাসিন্দা ইউসুফ বলেন, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে শিশুসহ সবাই চলাচল করছে। দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে?

অভিযোগের বিষয়ে বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান জানান, সংযোগ সড়ক নির্মাণে প্রাথমিক পরিকল্পনায় সমস্যা থাকায় নতুন ডিজাইন তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই আলাদা টেন্ডার আহ্বান করে দ্রুতই কাজ শুরু করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন