Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৪:১৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ফেনীর মহিপালে কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ আগস্ট) সকালে মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয় মাঠে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতিমা আক্তার। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে সাত দিনের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলাকালে প্রধান শিক্ষককে ছুটিতে পাঠিয়ে বিকল্প একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হঠাৎ রুটিন পরিবর্তন করে শিক্ষা কার্যক্রম ব্যাহত করা হচ্ছে। বিষয়ভিত্তিক শিক্ষক থাকলেও তাদের দিয়ে ক্লাস করানো হচ্ছে না। দুর্নীতির মাধ্যমে অর্থ আদায়, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, সার্টিফিকেট বাণিজ্য, স্কুল ভবন রাতের বেলায় ভাড়া দেওয়া, পানির ট্যাংক ও লাইব্রেরির টেলিভিশন প্রধান শিক্ষকের বাড়িতে নিয়ে যাওয়া—এমন নানা অভিযোগ তুলে ধরেন তারা। এছাড়া দীর্ঘদিন ধরে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ না দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক একেএম জহির উদ্দিন কচি বলেন, “এনটিআরসি থেকে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সে অনুযায়ী ১০ম শ্রেণির ইংরেজি ক্লাস নতুন শিক্ষককে দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা আগের শিক্ষককে রাখতে চাইছিল। এ নিয়েই আন্দোলন হয়েছে। দুর্নীতির অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”

এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন