Logo
Logo
×

সারাদেশ

কবি শামসুর রাহমানের প্রয়াণ বার্ষিকীতে আলোচনা

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:২৫ পিএম

কবি শামসুর রাহমানের প্রয়াণ বার্ষিকীতে আলোচনা

ছবি-যুগের চিন্তা

১৯ তম প্রয়াণবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি বিধ্বস্ত নীলিমায় কবি শামসুর রাহমান স্মরণে রবিবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নরসিংদী জেলা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু।

কবি সুমন ইউসুফ এর সভাপতিত্বে কবি শামসুর রাহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন ফারহান ইসরাক, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, জাকির হোসেন, জহির মৃধা, নূরুদ্দিন দরজী, হাসনাইন হীরা, মমিন আফ্রাদ, মহসিন খন্দকার, নাজমুল আলম সোহাগ, মোতাহার হোসেন অনিক, রওনক জাহান মুন, অরিত্রী বিহঙ্গ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ছিলেন শামসুর রাহমান। তিনি বাঙ্গালি জাতির গর্ব। তাকে যতটুকু সম্মান প্রদর্শন করা উচিত ততটুক সম্মান আমরা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। সাহিত্যের প্রায় সকল শাখায় তার পদচারণা রয়েছে।

আধুনিক যুগে তিনিই একমাত্র কবি যিনি মাইকেল মদুসুধর দত্ত এর পরে চতুর্দশপদী কবিতা রচনা করেছেন। দুই বাংলাই তার জনপ্রিয়তা রয়েছে।

সঞ্চালক করেন, হাসান মাহমুদ সনেট, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রগতি লেখক সংঘ,নরসিংদী জেলা শাখা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন