Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে উচ্ছেদ অভিযানে ১৮ মামলা ও জরিমানা

Icon

হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধি :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:১৮ পিএম

হাটহাজারীতে উচ্ছেদ অভিযানে ১৮ মামলা ও জরিমানা

ছবি-যুগের চিন্তা

হাটহাজারী পৌরসভার বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

আজ রবিবার উপজেলা প্রশাসন ধারা এ অভিযান পরিচালনা করা হয়। আগামীকাল ও অভিযান পরিচালনা করা হবে, সে অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ টাস্কফোর্স অংশগ্রহণ করে।

অভিযানে হাটহাজারী বাসস্ট্যান্ড মোড়সহ চট্টগ্রাম খাগড়াছড়ি ও চট্টগ্রাম - রাঙ্গামাটি মহাসড়ক ও সড়কের ওপর অবৈধভাবে দাঁড়ানো বাস, ট্রাক, সিএনজি অটোরিক্সা, জীপ এবং ভাসমান দোকান সরিয়ে দেয়া হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮টি মামলা দায়ের করা হয়। অভিযানে মোট ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন জানান, আগামীকাল বিকাল ৩টা থেকে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ টাস্কফোর্স আরও কঠোর অভিযান পরিচালনা করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন