ছবি-যুগের চিন্তা
বগুড়ায় একটি ডোবা থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিড়া তাবলিগ জামাত পরিচালিত মার্কাজ মসজিদসংলগ্ন ডোবায় এসব গ্রেনেড পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী হাসান নামে এক যুবক জানান, তিনি মাছ ধরতে গিয়ে ডোবার পানি সেচতে নামেন। এ সময় হাতে লোহার বলের মতো কিছু অনুভব করেন। তুলে দেখেন সেটি গ্রেনেড। পরে পরিবারের সদস্যদের জানালে তাঁরা আরও তিনটি গ্রেনেড খুঁজে পান। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) শামিনুল ইসলাম বলেন, স্থানীয় যুবকের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে চারটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে খোঁজাখুঁজি করে আরও দুটি মিলে মোট ছয়টি গ্রেনেড পাওয়া যায়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট না আসা পর্যন্ত গ্রেনেডগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, গ্রেনেড উদ্ধারের খবর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। এগুলো কত দিনের পুরোনো বা ব্যবহার উপযোগী কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। গ্রেনেডগুলো কোথা থেকে এসেছে, সে বিষয়েও তদন্ত চলছে।
সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে বগুড়া সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল আসলে উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।



